কুবির ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ

unnamed-1কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিজ্ঞান অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Post MIddle

বিজ্ঞান অনুষদের ডিন ড. মো: আবু তাহের বলেন, বিজ্ঞান অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় ৬০ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া পরীক্ষা কেন্দ্রগুলোতে কোন ধরনের জালিয়াতির অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা ও পুলিশ প্রশাসনের সজাগ দৃষ্টি লক্ষ্য করা গেছে সবগুলো কেন্দ্রে।
উল্লেখ্য, শনিবার সকাল ১০টায় ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পছন্দের আরো পোস্ট