রাবিতে ত্রিমাত্রিক মুদ্রণ বিষয়ে প্রদর্শনী

Rajshahi_University-medium20160128074553রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)  ত্রিমাত্রিক মুদ্রণ বিষয়ে এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ (১ ডিসেম্বর) বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে 3D Printing Technology & Its Prospect in Mechatronic শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রকৌশল অনুষদের অধিকর্তা প্রফেসর মো. মামুন-উর-রশীদ খন্দকার।

Post MIddle

প্রদর্শনীতে ত্রিমাত্রিক প্রিন্টার এবং এই প্রিন্টার ব্যবহার করে Mechatronic বিষয়ে বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিভাগের সভাপতি প্রফেসর দীপঙ্কর দাসসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

 

পছন্দের আরো পোস্ট