বেরোবির ১ম বর্ষ ভর্তির সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তির সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হয়েছে। ৪ ও ৫ ডিসেম্বর সাক্ষাৎকার অনুষ্ঠানের পরিবর্তে আগামী ৪ ও ৫ জানুয়ারী ২০১৭ তারিখে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে www.brur.ac.bd পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।