বেরোবির বিদায়ী প্রক্টরকে সাংবাদিকদের শুভেচ্ছা
বেগম রোকেয়া ব্শ্বিবিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রক্টর ( চলতি দায়িত্ব) মোঃ শাহীনুর রহমানকে ফুলেল শুভেচ্চা জানিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ। বৃহস্পতিবার বিকেল তিনটায় প্রক্টর অফিসে এই শুভেচ্ছা জানানো হয়।
এসময় বিদায়ী প্রক্টরের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে সাহসী পদক্ষেপ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম দক্ষ ও সফলভাবে পরিচালনা করায় প্রশংসা করেন সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ। একই সাথে তার সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে বিদায়ী প্রক্টর ও একাউন্টিং এ্যন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহীনুর রহমান বলেন, উপাচার্য আস্থা রেখে আমাকে এই দায়িত্ব প্রদান করেছিলেন এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে তার মূল্যায়ন করার চেষ্টা করেছি। এসময় দায়িত্ব পালনকালে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ধন্যবাদ জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি শাকিবুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক নুর ইসলাম সংগ্রাম, সিনিয়র সহ-সভাপতি তপন কুমার রায়, সহ সভাপতি সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক এইচ এম নুর আলম, যুগ্ম সম্পাদক মাহফুজুল ইসলাম বকুল, কোষাধ্যক মোবাশ্বের আহমেদ প্রমূখ।