বুয়েটে ইইই ডে ২০১৬ উদযাপন শুরু

eee-day-2016-buetবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ‘ইইই ডে ২০১৬’ উদযাপন শুরু হয়েছে।‘ইইই ডে ২০১৬’ উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন সুপারসাইন কেবলসের সার্বিক সহযোগিতায় গ্রান্ড র‌্যালির আয়োজন করা হয়।আনুষ্ঠানিক উদ্বোধন করেন বুয়েটের ভিসি ড. সাইফুল ইসলাম। সেসময় ইইই’র বিভাগীয় প্রধান ড. কাজী দীন মোহাম্মদ খসরু উপস্থিত ছিলেন।

Post MIddle

র‌্যালিটি মূল ক্যাম্পাস থেকে বের হয়ে পলাশীর মোড় ঘুরে নতুন ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

পছন্দের আরো পোস্ট