ঢাবিতে গবেষণা পদ্ধতি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের উদ্যোগে ১০ দিনব্যাপী ‘গবেষনা পদ্ধতি প্রশিক্ষণ কোর্স-২০১৬’-এর সনদপত্র বিতরণ গতকাল বুধবার (৩০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন।
ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফখরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের উদ্যোগে গত ২১ নভেম্বর ২০১৬ বুধবার বিকেলে ১০ দিনব্যাপী ‘গবেষনা পদ্ধতি প্রশিক্ষণ কোর্স-২০১৬’-এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ##