দুই ভাগ হলো শিক্ষা মন্ত্রণালয়

education-ministryশিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করেছে সরকার। ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ’ এবং ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ’ নামে দুই ভাগ করা হয়েছে।বুধবার (৩০ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ৩-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে উক্ত মন্ত্রণালয়ের অধীন দু’টি বিভাগ গঠন করেছেন।

Post MIddle

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ইংরেজি নাম হবে ‘Secondary and Higher Education Division’ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নাম হবে ‘Technical and Madrasah Education Division’.

পছন্দের আরো পোস্ট