বিএফপিবির সাথে এসএসডি-টেকের চুক্তি

unnamed-1দেশের ক্ষুদ্র ই-কমার্স রিটেইলারদের আর্থিক ও আউটসোর্সিংয়ে সহায়তা দিবে সিস্টেমস সল্যুয়শনস ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড (এসএসডি-টেক)। এ লক্ষ্যে ব্রিটিশ সংস্থা বিজনেস ফাইন্যান্স ফর পোর ইন বাংলাদেশ (বিএফপি-বি) এর সাথে এসএসডি-টেকের মধ্যে একটি কনসোর্টিয়াম চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এসএসডি-টেকের ঢাকাস্থ অফিসে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএফিপি-বি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন নাথান এসোসিয়েটস লন্ডনের বুদ্ধিকা সামারাসিংহে ও এসএসডি টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান মেহেদী।

Post MIddle

এসময় উপস্থিত ছিলেন বিএফপি-বি এর টিম লিডার ক্রিস অগাস্ট, এসএসডি-টেকের চেয়ারম্যান মাহবুবুল মতিন, মাইন্ড ইনিশিয়েটিভস এর পরিচালক মোঃ হারুন আল-রশিদ ও প্রধান নির্বাহী মহিউদ্দিন রাস্তি মোরশেদ, ইকুরিয়ার এর প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব জি রাহুল এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

চুক্তি অনুযায়ী এসএসডি-টেক, মাইন্ড ইনিশিয়েটিভস এবং ইকুরিয়ার সম্মিলিত ভাবে অতি-ক্ষুদ্র ও ক্ষুদ্র ই-কমার্স রিটেইলারদের জন্যে আর্থিক ও আউটসোর্সিং সহায়তা প্রদান করবে।###

পছন্দের আরো পোস্ট