
জাবিতে গণিত অলিম্পিয়াডের পুরষ্কার বিতরণী শুক্রবার
আগামী ২ ডিসেম্বর, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জাহাঙ্গীরগনর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব কর্তৃক আয়োজিত ৩য় গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী ও গুণ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারী কর্মকমিশনের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, জাবি ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. খবির উদ্দিন ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. এ. এ. মামুন। এছাড়া অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করবেন ক্লাবের উপদেষ্টা ড. শাহেদুর রহমান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যায়ের প্রথম মহিলা উপাচার্য) অধ্যাপক ড. ফারজানা ইসলাম ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মো. সিরাজুল হক খানকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব গুণী সম্মাননা প্রদান করবে।
উল্লেখ্য, গত ২১ শে অক্টোবর সাভার, নবীনগর ও ঢাকা অঞ্চলের প্রায় ৪০ টির অধিক প্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর অংশগ্রহনে অনুষ্ঠিত হয় ৩য় গণিত অলিম্পিয়াড ২০১৬।
উক্ত অনুষ্ঠানের সংবাদ পরিবেশনের জন্য ক্যাম্পাসের সকল প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন চ্যনেলের সংবাদকর্মীদের বিশেষভাবে অনুরোধ করা হলো।#