কুয়েট কর্মচারীর চিকিৎসা সহায়তায় চেক হস্তান্তর
ক্যান্সারে আক্রান্ত চিকিৎসাধীন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নিরাপত্তা শাখার কর্মচারী মোঃ আসাদুজ্জামানের চিকিৎসার আর্থিক সহায়তার জন্য চেক হস্তান্তর করা হয়েছে। ৩০ নভেম্বর বুধবার দুপুর ১ টায় কর্মচারী সমিতির (৪র্থ শ্রেণী) উদ্যোগে সংগৃহিত ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। এসময় সমিতির সভাপতি শেখ এরশাদ আলী ও সাধারণ সম্পাদক জালাল মুন্সিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।