ইসলামী ব্যাংকের আইসিএবি অ্যাওয়ার্ড লাভ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ‘আইসিএবি ন্যাশনাল করপোরেট অ্যাওয়ার্ড ফর বেস্ট প্রেজেন্টেড অ্যানুঅ্যাল রিপোর্টস ২০১৫’ অর্জন করেছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এমপির কাছ থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান ২৯ নভেম্বর ২০১৬, মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, ইনস্টিটিউট অব চার্টারড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর প্রেসিডেন্ট কামরুল আবেদীন, এফসিএ, রিভিউ কমিটি ফর পাবলিশড অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্টসের চেয়ারম্যান পারভীন মাহমুদ, এফসিএ, জুরি বোর্ডের চেয়ারম্যান মো. মতিউল ইসলামসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান নির্বাহী ও ঊর্দ্ধতন কর্তকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন ।