ইবি কর্মকর্তার পিতার মৃত্যুতে শোক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এক শোক বার্তায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার (প্রশাঃ) চন্দন কুমার দাস এবং পরিকল্পনা ও উন্নয়ন অফিসের সহকারী পরিচালক চন্দনা রানী দাস-এর পিতা অনিল কুমার দাস-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তাঁরা প্রয়াত অনিল কুমার দাস-এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অপর এক শোকবার্তায় অনিল কুমার দাস-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ। তিনি প্রয়াত অনিল কুমার দাস-এর আত্মার শান্তি কামনা করেন।
অনিল কুমার দাস (৭৩) গতরাতে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহধাম ত্যাগ করেন। তিনি বিভিন্ন বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন।