কুয়েট আইইএম বিভাগে ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আইইএম বিভাগের সেল্ফ এ্যাসেসমেন্ট কমিটি কর্তৃক আয়োজিত “টীম বিল্ডিং ওয়ার্কশপ: সেল্ফ-এসেসমেন্ট এন্ড কোয়ালিটি এ্যাসুরেন্স ইন হায়ার এডুকেশন” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর সোমবার সকাল ১০ টায় আইইএম বিভাগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

Post MIddle

আইইএম বিভাগের সেল্ফ এ্যাসেসমেন্ট কমিটির চেয়ারম্যান সুব্রত তলাপাত্র এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিচালক, আইকিউএসি ও যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. তারাপদ ভৌমিক। ট্রেইনিং প্রোগ্রামে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কুতুব উদ্দিন এবং পরিচালক, আইআইসিটি প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ। ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরিচালকবৃন্দ, দপ্তর প্রধানগণসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট