স্টামফোর্ডে বিজ্ঞাপনের সাম্প্রতিক প্রবনতা শীর্ষক সেমিনার
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অ্যাডকমের চেয়ারম্যান গীতিআরা সাফিয়া চৌধুরী বলেন, শুধু প্রচারের জন্যই নয়, বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে ভোক্তার অধিকার আর সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দেয়া উচিত। গত (২৬ নভেম্বর, ২০১৬) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর জার্নালিজম এ- মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজিত ‘বিজ্ঞাপনের সাম্প্রতিক প্রবনতা’ বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
গীতিআরা সাফিয়া চৌধুরী আরও বলেন বিজ্ঞাপনে নতুন প্রজন্মের যারা আসছেন তাদের আরো নিষ্ঠা ও দায়িত্বের সাথে কাজ করতে হবে।সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর কাজী আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ভাইস-প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ। এছাড়া আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সবশেষে শিক্ষার্থীদের স্বত:স্ফুর্ত প্রশ্নত্তোরের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।