সাদার্নে গুড গর্ভনেন্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
সাদার্ন ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট প্রজেক্টের (হেকেপ) আওতায় উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী “গুড গর্ভনেন্স ইন হাইয়ার এডুকেশনঃ অফিস ম্যানেজমেন্ট ও ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর ও লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ।
সাদার্ন ইউনিভার্সটির আইকিউএসি’র পরিচালক অধ্যাপক এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল মোস্তাফা। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা সরওয়ার জাহান, উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, রেজিস্ট্রার ড. মনতাজুল ইসলাম চৌধুরী, ড. ইসরাত জাহান, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধান ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ কর্মকর্তারা।
দিনব্যাপী এ কর্মশালায় মূলত গুড গর্ভনেন্স, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অব প্রাইভেট ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, গর্ভনেন্স অ্যান্ড কোয়ালিটি হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ, অফিস ম্যানেজমেন্ট এসব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল মোস্তাফা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে তা ইউনিভার্সিটির উন্নয়নে ব্যবহার করতে হবে। প্রত্যেককে নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে ইউনিভার্সিটিকে এগিয়ে নিতে হবে। শিক্ষার গুণগত মান সুনিশ্চিতকরণে প্রশিক্ষণের গুরুত্ব অপরসীম তাই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান সঠিকভাবে প্রয়োগ করতে হবে।
সরওয়ার জাহান বলেন, আমরা যদি প্রত্যেকে নিজ দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি তাহলে ইউনিভার্সিটির গুণগতমান নিশ্চিত হবে। সব বিষয়ে আমাদের ধারণা থাকতে হবে। কর্মক্ষেত্রে আইটিসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন কারণ এতে অন্যর উপর নির্ভরশীলতা কমবে কাজের গতিশীলতা বাড়বে।
পরে অংশগ্রহণকারি শিক্ষক ও কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক এ.জে.এম নুরুদ্দীন চৌধুরী।