কনফুসিয়াস ইন্সটিটিউট হতে যাচ্ছে ইবিতে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেছেন, আমাদের প্রথম প্রচেষ্টা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ। তিনি বলেন, কনফুসিয়াস ইন্সটিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যদি সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই ইন্সটিটিউট প্রতিষ্ঠিত করতে পারি তাহলে নতুন দিগন্তের সূচনা হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকগণ উপকৃত হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিচার্স (আইআইইআর)-এর উদ্যোগে প্রশাসন ভবনের সম্মেলন-কক্ষে আজ (মঙ্গলবার) চীনের কনফুসিয়াস ইন্সটিটিউট এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা সংক্রান্ত সহযোগিতা বিষয়ে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আইআইইআর-এর সভাপতি প্রফেসর ড. মোহাঃ মেহের আলী’র সভাপতিত্বে সকাল ১০টায় শুরু হওয়া এ মতবিনিময় অনুষ্ঠানে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কনফুসিয়াস ইন্সটিটিউট ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো প্রান্তিক বিশ্ববিদ্যালয়গুলোর দিকে মনোযোগী হবে। উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কনফুসিয়াস ইন্সটিটিউটের প্রতিনিধিদল এবং চীনের জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালকে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইয়ার ঘোষণা করেছেন। চীন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনার এবং দাতাদেশ। চীন-বাংলাদেশ সম্পর্ক উত্তরোত্তর উন্নত হচ্ছে। কনফুসিয়াস ইন্সটিটিউট এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা সংক্রান্ত সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রা পাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শামসুল আলম ও আইন ও মুসলিম বিধান বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইন্সটিটিউট-এর চীনা পরিচালক ড. জউ মিং ডং এবং কনফুসিয়াস ইন্সটিটিউট-এর প্রাক্তন ইন্টারপ্রিটার আহমেদ মুগনী অনার অব গেস্ট হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইআইইআর-এর সভাপতি প্রফেসর ড. মোহাঃ মেহের আলী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে প্রশ্নোত্তর-পর্ব অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসমেত জেরীন খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে কনফুসিয়াস ইন্সটিটিউটের কার্যক্রমের উপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উপাচার্য আইআইইআর-এর পক্ষ থেকে গেস্ট অব অনারদ্বয়কে ক্রেস্ট প্রদান করেন। তাঁরাও উপাচার্যকে চীনের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস উপহার হিসেবে প্রদান করেন।
এর আগে কনফুসিয়াস ইন্সটিটিউটের প্রতিনিধিদ্বয় ক্যাম্পাস পরিদর্শন করেন।উল্লেখ্য, ১৫৭টি দেশে কনফুসিয়াস ইন্সটিটিউট-এর কার্যক্রম চালু আছে। বাংলাদেশের ঢাকা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম চালু রয়েছে।