ক্যাটারিং প্রশিক্ষণ কর্মসূচির সার্টিফিকেট বিতরণ
সাতক্ষীরায় ক্যাটারিং (খাদ্য প্রস্তুতকরণ, সংরক্ষণ ও সার্ভিসিং) প্রশিক্ষণ কর্মসূচির উত্তীর্ণ ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান মমতাজুন নাহার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ আফসানা কাওছার, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার সদস্য সাহানা মুহিত বুলু, সাবিহা হোসেন, পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, এড. ফরিদা আক্তার বানু, মোঃ আনছার আলী প্রমুখ।
এসময় ক্যাটারিং (খাদ্য প্রস্তুতকরণ, সংরক্ষণ ও সার্ভিসিং) প্রশিক্ষণ কর্মসূচির উত্তীর্ণ ৬৮ জন ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তাছরিনা খাতুন, তন্মিমা আক্তার তনু, জেনিয়া মেহেরুন, জান্নাতুল ফেরদৌস রিমি প্রমুখ।