ইউজিসি কর্তৃক প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রকাশিত ‘ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২৮ নভেম্বর নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এমপি, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেন। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ, এমপি, মালদ্বীপের শিক্ষা প্রতিমন্ত্রী ড. আবদুল্লা নাজির, আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার প্রফেসর ড. বারাই সিদ্দিকী, সাউথ এশিয়ান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. কবিতা এ শর্মা, সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন এবং নেপালের ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. প্রসার প্রসাদ কৈরালা, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা ও ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশের উচ্চশিক্ষার সার্বিক চিত্র তুলে ধরতে এ বইটি প্রকাশ করার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে প্রশংসা করেন।শিক্ষামন্ত্রী বলেন যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকগণের জন্য তাঁদের শিক্ষা ও গবেষণা কর্মকা-ে বইটি খুবই কার্যকরী ভূমিকা রাখবে। দেশের উচ্চশিক্ষার উন্নয়নে নীতি নির্ধারকগণের জন্যও উচ্চশিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউজিসি চেয়ারম্যান সভাপতির ভাষণে বলেন, যে সকল বিদেশী শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশে আসতে আগ্রহী বইটি তাদের জন্যও উপযোগী। তিনি আরও বলেন যে, ১৯৭৩ সালে ইউজিসি প্রতিষ্ঠার পর থেকে কমিশন দ্বিতীয়বারের মতো এ ধরনের বই প্রকাশ করল।
প্রফেসর ইমেরিটাস ড. রফিকুল ইসলাম, ড. মোহাম্মদ ফরাশউদ্দিন, প্রফেসর ড. এটিএম জহুরুল হক, সাবেক চেয়ারম্যান, ইউজিসি, প্রফেসর নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, ইউজিসি, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. সাইফুল ইসলাম, উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মীজানুর রহমান, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিদেশী অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উচ্চশিক্ষার উপরে এ ধরনের বই প্রকাশের জন্য ইউজিসিকে তাঁরা ভূয়সী প্রশংসা করেন।