হিটারের আগুনে দগ্ধ বেরোবির আবাসিক শিক্ষার্থী
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রীদের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের এক আবাসিক শিক্ষার্থী হিটারের (চুলা) আগুনে মারাত্বকভাবে দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাকে রংপুর মেডিকলে কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ (২৮ নভেম্বর) সোমবার সকাল ১১ টার দিকে হলে এ ঘটনা ঘটে ।ফজিলাতুন্নেসা হল সূত্রে জানা যায়, দগ্ধ শিক্ষার্থীর নাম সাদিয়া (২০)। তিনি দূর্যোগ ব্যববস্থাপনা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। গণরুমে থাকা এই শিক্ষার্থী হিটারে সকালের রান্না করতে যেয়ে অসাবধানতাবশত গায়ের কাপড়ে আগুন লেগে যায়।
আরো জানা যায়, তার হাউ-মাউ চিৎকার শুনে পাশের রুম হতে অন্য শিক্ষার্থীরা এসে আগুণ নিভে ফেলে। পরে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়।’
মেডিকেলের বার্ণ ইউনিট সূত্রে জানা যায়, দগ্ধ শির্ক্ষাথীর শরীরের প্রায় ১০ শতাংশ স্থান পুওে গেছে। তবে তেমন আশঙ্কা নেই । সুস্থ্য হতে একটু সময় লাগতে পারে।এ ব্যাপারে ঐ হলের প্রভোস্ট ড. আবু সালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ) বলেন,‘আমি হলে গিয়ে দেখে এসেছি। তবে এখনো মেডিকেল যাওয়া হয়নি।’
তিনি আরো বলেন,‘ সাদিয়ার চিকিৎসার সকল ব্যয়ভার তার পরিবারকে বহন করতে হবে। বিশ্ববিদ্যালয় কোন অংশ বহন করবে না।’