ঢাবি উপাচার্যের সঙ্গে মালয়েশিয়ার শিল্পীদের সাক্ষাৎ
বিশিষ্ট শিল্পী এবং মালয়েশিয়ার সায়েন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস-এর অধ্যাপক এ রহমান মোহামেদ-এর নেতৃত্বে ২-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল আজ (২৮ নভেম্বর ২০১৬) সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন- শিল্পী ফজর ওমর। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিন্ট মেকিং বিভাগের চেয়ারম্যান মো: আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়া সায়েন্স বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিল্প ও সংস্কৃতি বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এসময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র-শিক্ষক বিনিময় কর্মসূচী চালুর ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়া সায়েন্স বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে উভয় বিশ্ববিদ্যালয়ে শিল্প-কর্ম প্রদর্শনী আয়োজনের ব্যাপারে আলোচনা করা হয়।