
ইউনাইটেড ইউনিভার্সিটির জাতিসংঘ পুরস্কার লাভ
জাতিসংঘের জলবায়ু পুরস্কার “মোমেন্টাম ফর চেঞ্জ ” পদকে এ ভূষিত হয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটির সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী ও বাংলাদেশী প্রতিষ্ঠান সোল শেয়ারের যৌথভাবে উদ্ভাবিত বাড়ি ভিত্তিক সৌরবিদ্যুতের গবেষণা প্রকল্প “স্মার্ট ভিলেজ ন্যানোগ্রিড” এই পদক লাভ করেন।
উদ্ভাবিত এই পদ্ধতিতে শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার সাকিম আলী মাতব্বর গ্রামের আটটি পরিবার তাদের ঘরে উৎপাদিত সৌর বিদ্যুৎ ভাগাভাগি করে ব্যবহার করছে। একজনের বাড়িতে উৎপাদিত বিদ্যুতের বাড়তি অংশ ব্যবহৃত হচ্ছে আরেক জনের ঘাটতি পূরনে। এভাবে এক ধরনের বিদ্যুৎ লেনদেন ঘটে নতুন এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে।
এই সাফল্যের জন্য মরক্কোর মারাক্কেসে জাতিসংঘের ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলণে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক ও প্রধান গবেষক শাহরিয়ার আহমেদ চৌধুরী, প্রকল্পের প্রযুক্তি উন্নয়ন ও সরবরাহকারী প্রতিষ্ঠান সোল শেয়ারের এমডি সেবাস্টিয়ান গ্রো, প্রকল্পের প্রযুক্তি পরিচালনাকারী এনজিও উপকুলীয় বিদ্যুতায়ন এবং মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক এম. নাসিরউদ্দিন ও গবেষণা প্রকল্পটির আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান ইটকলের পরিচালক এনামুল করিম পাভেলের হাতে পরস্কার তুলে দেওয়া হয়।
বিশ্বের ১৩ টি জলবায়ু বান্ধব উদ্যোগকে এই পুরস্কার দেওয়া হয়। এই ধরনের উদ্যোগ সারাবিশ্বো জন্য একটি অনুকরনীয় হতে পারে বলে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা UNFCC-র পক্ষ থেকে বলা হয়েছে।###