গ্রিন ইউনিভার্সিটির ভিসির অতীশ দীপঙ্কর স্বর্ণপদক লাভ
অতীশ দীপঙ্কর স্বর্ণপদক পেলেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য (ভিসি) মো. গোলাম সামদানী ফকির। সম্প্রতি রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘অতীশ দীপঙ্কর স্বর্ণপদক-২০১৬’ প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই পদক তুলে দেন অতীশ দীপঙ্কর স্মৃতি পরিষদের সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য গোলাম মাওলা। গোলাম সামদানী ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত আমেরিকার এসআইটি গ্র্যাজুয়েট ইনস্টিটিউটে ভিজিটিং প্রফেসর ছিলেন।