সাতক্ষীরা পলিটেকনিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

dsc02599সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৫ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৬নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট চত্বরে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ জি.এম আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,এফ,এম এহতেশামূল হক।

এসময় তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে কারিগরী শিক্ষার প্রয়োজনীয়তা অপরিহার্য। পুথিগত বিদ্যা অর্জনের সাথে সাথে খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্যা, সামাজিক কর্মকান্ড, সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সমন্বয় করে চলতে হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করবো এটাই আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। আমরা জানি, সরকারি চাকরির ক্ষেত্রে একটি সিমাবদ্ধ আছে। এজন্য কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে সেক্ষেত্রে একটি বিশেষ সুযোগ রয়েছে। নতুন প্রজন্মকে নিজের পায়ে দাঁড়াতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। একটি পরিবারে যদি একজন সদস্য কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারে তাহলে ঐ পরিবার অনেকটা এগিয়ে যাবে। শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা উন্নত জাতি গঠনে সহায়ক এবং শরীর ও মনকে সতেজ রাখে।’

Post MIddle

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আহবায়ক ও সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ড. এম এম নজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি পলিটেকনিক স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ মোদাচ্ছের আলী, বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিটিউট শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ঈসমাইল হোসেন, ইলেক্ট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান অলোক সরকার, শিক্ষার্থী মোঃ কামরুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইংরেজি প্রভাষক মোঃ আবু বকর ছিদ্দিক।

পছন্দের আরো পোস্ট