রাবি মহিলা ক্লাবের বার্ষিক সভা অনুষ্ঠিত

ru-pic-26-11-2016রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের বার্ষিক সভা গতকাল শুক্রবার বিকেলে ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। এ সভায় বিদায়ী কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রুম্মান বেগম ২০১৫-২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন ও কোষাধ্যক্ষ ড. নীলা রহমান হিসাব বিবরণী পেশ করেন। এরপর ক্লাবের ২০১৬-২০১৭ সালের কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক সুলতানা ফারহানা ইয়াসমিন ও কোষাধ্যক্ষ মনোয়ারা রহমানসহ সদস্যবৃন্দ দায়িত্ব গ্রহণ করেন।

ক্লাবের সভাপতি মোমেনা জীনাতের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এর প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ড. সৈয়দা দিলরুবা।

পছন্দের আরো পোস্ট