বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমছে বিদেশি শিক্ষার্থী

dsc_0150_1দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এক বছরের ব্যবধানে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে। অন্যদিকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তা বৃদ্ধি পেয়েছে। উচ্চশিক্ষা দেখভালের দায়িত্বে থাকা সরকারি সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরা হয়। গত সেপ্টেম্বরে প্রকাশিত প্রতিবেদনটি কয়েক দিন আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দেওয়া হয়েছে। ২০১৫ সালের তথ্য নিয়ে করা প্রতিবেদনে উচ্চশিক্ষায় বিভিন্ন ধরনের সুপারিশও করা হয়।

এ বিষয়ে ইউজিসির একাধিক কর্মকর্তা বলেন, একসময়ে বিদেশি শিক্ষার্থী অনেক বেশি থাকলেও বিভিন্ন কারণে সেটি কমেছে। কয়েক বছরে মোটামুটি একটি নির্দিষ্ট সংখ্যার মধ্যে এ সংখ্যা ঘুরপাক খাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী ছিল এক হাজার ৫৪৮ জন। ২০১৪ সালে ছিল এক হাজার ৬৪৩ জন। এই হিসাবে এক বছরের ব্যবধানে ৯৫ বিদেশি শিক্ষার্থী কমেছে। এর আগের বছর ২০১৩ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ছিল এক হাজার ৬১২ জন। ২০১২ সালে ছিল এক হাজার ৬৪২ জন এবং ২০১১ সালে এক হাজার ৬৫১ জন। বর্তমানে সারা দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ৯৬টি। তবে ২০১৫ সালে ছিল ৮৫টি।

Post MIddle

ইউজিসির প্রতিবেদনে জানানো হয়, ২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়–য়া বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ৯৫৫ জনই পড়েছেন চট্টগ্রামে অবস্থিত ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। তারা সবাই এমবিবিএসে পড়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (১৪০ জন)। তৃতীয় অবস্থানে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে ৯১ জন। চতুর্থ অবস্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (৮৩ জন) এবং পঞ্চম অবস্থানে চট্টগ্রামে অবস্থিত পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৭২ জন)।

ইউজিসির প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৫ সালে ৩৬ দেশ থেকে এ দেশে শিক্ষার্থী এসেছেন। তারা ৩৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান ও মালদ্বীপ।

সরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী 

বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় আছে ৩৮টি। ইউজিসির প্রতিবেদন বলছে, ২০১৫ সালে দেশের ১৮টি সরকারি বিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ছিলেন ৫৯৩ জন, যা ২০১৪ সালে ছিল ৪৩২ জন। এক বছরের ব্যবধানে সরকারি বিশ্ববিদ্যালয়ে বেড়েছে ১৬১ জন। আগের বছর ২০১৩ সালে সরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ছিল ৩২৬ জন। তবে ২০১২ সালে ছিল ৫২৫ জন। সরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়েছে ইউজিসির প্রতিবেদনে।

পছন্দের আরো পোস্ট