বেরোবিতে শিক্ষিকা উত্যক্তকারীদের ক্ষমা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষিকাকে উত্যক্তের অভিযোগের দুইদিনের মাথায় ক্ষমা করে দেয়া হলো। আজ শনিবার (২৬ নভেম্বর) উত্যক্তের শিকার ঐ দুই শিক্ষিকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট লিখিতভাবে ক্ষমা করে দিয়েছেন। বিষয়টি উত্যক্তের শিকার উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক কুন্তলা চৌধুরি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার ক্যাম্পাসের ক্যাফেটেরীয়ার সামনে কুন্তলা চৌধুরী ও ইংরেজী বিভাগের শিক্ষিকা কাশফিয়া ইয়াসমিন অম্বা কয়েকজন শিক্ষার্থীর দ্বারা উত্যক্তের শিকার হয়েছেন বলে প্রক্টর বরাবর অভিযোগ করেন। তারা অভিযোগপত্র দাখিল করে তাদের বিরুদ্ধে বিচার দাবি করেন। প্রক্টর দফতর সূত্রে জানা যায়, শুক্রবার অভিযুক্তরা প্রক্টরের নিকট ভুল শিকার করে লিখিত ক্ষমা চান। তার পরিপ্রেক্ষিতে তাদের ক্ষমা করে দেয়া হয়েছে। তবে ভবিষ্যতে যদি তারা এ কাজের পূনরাবৃত্তি করেন তবে আবার তাদের বিরুদ্ধে এ ব্যাবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শামীম বলেন,‘আমরা প্রক্টর স্যারের কাছে ক্ষমা চেয়েছি। এটা আমরা বুঝতে পারিনি। আমরা ম্যামদের চিনতেই পারিনি।’ তিনি আরো বলেন,‘এটা আমাদের ভুল হয়েছে আমরা ক্ষমা চেয়েছি।’ অভিযোগ প্রত্যাহার করেছেন কি না এ ব্যাপারে উত্যক্তের শিকার কুন্তলা চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযোগ প্রত্যাহার করিনি। শুধু তাদের ক্ষমা করে দিয়েছি।’
কারো চাপে এই অভিযোগ প্রত্যাহার করে নেয়া হলো কি না জানতে চাইলে তিনি বলেন,‘যেহেতু তারা ক্ষমা চেয়েছেন। আর দ্বিতীয়বার এ ধরণের ভুল করবেন না বলে অঙ্গিকার করেছেন তাই তাদের ক্ষমা করে দেয়া হয়েছে।’
এ বিষয়ে প্রক্টর (চলতি দায়িত্ব) শাহিনুর রহমান বলেন,‘আমি শুনেছি তারা ক্ষমা চেয়েছেন। আর উনারাও ওদের ক্ষমা করে দিয়েছেন।’