পুলিশে সাব-ইন্সপেক্টর পদে চাকরি

Bangladesh Police Constableসম্প্রতি বাংলাদেশ পুলিশ সাব-ইন্সপেক্টর [নিরস্ত্র] পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পদ খালি সাপেক্ষে দেড় থেকে দুই হাজার সদস্য নিয়োগ দেওয়া হবে।

Post MIddle

যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই স্নাতক পাস হতে হবে। ১ নভেম্বর ২০১৬ তারিখে সাধারণ ও অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৯ থেকে ২৭ বছর। শুধু মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৯ থেকে ৩২ বছর। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি। বডি মাস ইনডেক্স অনুযায়ী বয়স ও উচ্চতার সঙ্গে ওজনের সামঞ্জস্য থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত ও জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। প্রার্থীকে অবিবাহিত ও জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নারী-পুরুষ হতে হবে। তালাকপ্রাপ্ত পুরুষ বা নারীরা আবেদন করতে পারবেন না। থাকতে হবে কম্পিউটারে অভিজ্ঞতা।

শারীরিক পরীক্ষা

শারীরিক পরীক্ষা দিয়েই যাত্রা শুরু। শারীরিক মাপ পরীক্ষায় বিজ্ঞপ্তির বর্ণনা অনুযায়ী উচ্চতা, বুকের প্রস্থ, বয়সের সঙ্গে ওজনের সামঞ্জস্য দেখা হয়। পরের ধাপে ফিটনেস যাচাই পরীক্ষায় দৌড়, লংজাম্প ও রশি দিয়ে ওঠার পরীক্ষায় অংশ নিতে হবে। শারীরিক মাপ পরীক্ষার সময় ব্যায়ামের উপযোগী ঢিলেঢালা পোশাক সঙ্গে রাখতে পারেন। প্রাথমিক শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের আবেদন ফরম সংগ্রহ করতে হবে নিজ নিজ রেঞ্জের ডিআইজি কার্যালয় থেকে। ফরম পূরণ করে ২৪ ডিসেম্বরের মধ্যে একই কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে। পরে লিখিত পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষা

এসআই নিয়োগের লিখিত পরীক্ষা ২২৫ নম্বরের। ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশনে ১০০ নম্বর, সাধারণ জ্ঞান ও পাটিগণিতে ১০০ নম্বর ও মনস্তত্ত্বে ২৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। সাধারণত এসএসসি ও এইচএসসি লেভেলের ছাত্রছাত্রীদের উপযোগী প্রশ্ন করা হয়। পাস করতে ৪৫ শতাংশ নম্বর পেতে হবে।

মনস্তত্ত্ব পরীক্ষা

এই পরীক্ষা হবে ১৩ জানুয়ারি। আইকিউ ও কুইজ টাইপের প্রশ্ন করা হতে পারে। পাটিগণিত ও জ্যামিতির ধাঁধাও দেওয়া হয় অনেক ক্ষেত্রে। বেশি প্রশ্ন আসে সাদৃশ্য, বৈসাদৃশ্য শব্দ বা সংখ্যা চিহ্নিতকরণ, সমস্যার সমাধান, সম্পর্ক নির্ণয়, গাণিতিক যুক্তি অভীক্ষা, ভারবাল রিজনিং থেকে।

মৌখিক পরীক্ষা

মৌখিক পরীক্ষায়ও ৪৫ শতাংশ নম্বর পেয়ে পাস করতে হবে। প্রার্থী স্নাতক পর্যন্ত যা পড়েছে, যা দেখেছে, যা শুনেছে, তা থেকেই প্রশ্ন করা হতে পারে। সাইকোলজি, মেন্টাল গ্রোথও দেখা হয়। মৌখিক পরীক্ষার নির্দিষ্ট কোনো বিষয় নেই।

বিস্তারিত তথ্যের জন্য

আবেদন-সংক্রান্ত বিস্তারিত জানতে পারেন http://bit.ly/2fwtmT8 -এই লিংকের মাধ্যমে। যোগাযোগ করতে পারেন এই নম্বরে- ৬৯৯৯১১৯৭৭৩। এ ছাড়া এআইজি, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা বরাবরও যোগাযোগ করতে পারেন।#

পছন্দের আরো পোস্ট