ইবিতে ৪র্থ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

unnamedইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেছেন, খালেদা জিয়া হল এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত বিতর্ক আমি উপস্থিত থেকে দেখতে পেরেছি। আমি অসাধারণ পারফরমেন্স দেখেছি। আমি নিশ্চিত, প্রশিক্ষণ পেলে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অনেক ভালো করবে।

“জাগ্রত তারুণ্যে যুক্তির জয়গান” শ্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ডিবেটিং সোসাইটি’র মডারেটর প্রফেসর ড. মামুনুর রহমান-এর সভাপতিত্বে আজ (শনিবার) বেলা ১১টায় শুরু হওয়া ৪র্থ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা আমাদের জন্য খুবই গৌরবের বিষয়। আমার জানামতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ব্যতিত জাতীয় কোন সাংস্কৃতিক প্রতিযোগিতা এ বিশ্ববিদ্যালয়ে আয়োজনের সৌভাগ্য আমাদের হয়ে ওঠেনি। ড. আসকারী বলেন, যুক্তি-বুদ্ধির জয় সর্বত্র। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত যুক্তির জয়-জয়াকার। যুক্তি শুধু রাষ্ট্র কেন একটি সভ্যতাকে পর্যন্ত বিনির্মাণ করেছে।

Post MIddle

তিনি বলেন, প্রভোস্ট কাউন্সিল ইতোমধ্যে ৭টি হলের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা মাঝিমাঝি পর্যন্ত নিয়ে গেছে। আজ থেকে শুরু হলো প্রতিটি বিভাগ থেকে ভালো বিতার্কিক অন্বেষণের পালা। এর মাধ্যমে দুইটি কাজ হবে : আসন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় আমরা শক্তিশালী দুইটি দল দিতে পারবো। অন্যদিকে জঙ্গীবাদ, কুসংস্কার, অপবিশ্বাসকে প্রত্যাখ্যানকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ে যুক্তি, বুদ্ধি, বিবেক ও সংস্কৃতি চর্চার ক্ষেত্র আরও সুগম ও সম্প্রসারিত হবে। আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান উপাচার্য।

অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’র সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ। ইসমত জেরিন ও সাইফুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।

পরে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল: এমপাওয়ারমেন্ট অব উইম্যান ক্যান রিমুভ ভায়োলেন্স এগেইন্সস্ট দেম।

পছন্দের আরো পোস্ট