বেরোবির ফলাফল ফেসবুক পেজে

BEROBIরংপুরের বেগম রোকেয়া বিশ্ব¦বিদ্যালয়ের (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বুধবার ( ২৩ নভেম্বর) রাত ১০ টায়। ফলাফল আপলোডের কয়েক ঘন্টার মাথায় রাত ১২ টার পর হতে ওয়েবসাইট  সাসপেন্ডেড দেখাচ্ছে। যা এখনো ভালো করা সম্ভব হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফেসবুক পেজে ফলাফল দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইটি কমিটির সহযোগি আবুল কালাম আজাদ।

তাসলিমুন নাহার নামে একজন ফলাফল প্রত্যাশি মুঠোফোনে জানিয়েছেন, গত কাল রাত ১২ টারপর হতে বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকাই যাচ্ছে না। শুধু লোডিং দেখায় কিন্তু পেজ আর লোড নেয় না। হুমায়ুন নামের অপর একজন ফলাফল প্রত্যাশি জানিয়েছেন ,‘আমি রাত (২৩ নভেম্বর) ১১ টার আগে সি, ই, এফ ইউনিটের রেজাল্ট ডাউনলোড দিয়েছি। কিন্তু অন্যান্য ইউনিটের ফলাফর এখনো পাওয়া যায়নি।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,‘ এখনতো ওয়েবসাইট টোটালি সাসপেন্ডেট দেখাচ্ছে। ফলাফলের সময় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের এতো সমস্যা কেন?’ টাঙ্গাইল হতে ফলাফল প্রত্যাশির একজন অভিভাবক মুঠোফোনে অভিযোগ করে বলেছেন যে,‘আমার এ, বি ইউনিটের ফলাফল প্রয়োজন। কিন্তু ওয়েবসাইটে না কি ঢুকাই যাচ্ছে না! না কি ফলাফল এসব ইউনিটের এখন দেওয়া হবে না?’

Post MIddle

এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টারের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আতিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন,‘ফলাফল আপলোডের দায়িত্বে আমি নেই। আর ওসব বিষয়ে আমি কিছুই বলতে পারবো না।’

এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন,‘ একে বারেই অধিক মেসেজ সার্ভারে যাওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে। তবে আমাদের ওয়েবসাইট যার আন্ডারে রয়েছে তাদেরকে অভিযোগ করেছি তারা সমস্যা সমাধান করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলো কোন ডেডিকেটেড সাইটে রাখতে হয় নতুবা এ ধরণের সমস্যা হওযা স্বাভাবিক।’ তিনি  বলেন,‘ আজকের মধ্যে হয়তবা এই সমস্যার সমাধান হবে। কিন্তু এ ধরণের সমস্যা সমাধান হতে কমপক্ষে ২ দিন সময় লাগতেও পারে।’ ফলাফল প্রকাশের ব্যাপারে তিনি বলেন,‘ ওয়েবসাইটের এধরণের সমস্যা হওয়ায় আমরা আমাদেও অফিসিয়াল ফেসবুক পেজে বাকি ফলাফলগুলো আপলোড দিয়েছি।’

এ বিষয়ে ভর্তি কমিটির আইটি প্রধান, উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর ইন নবী জানান,‘ ফলাফল গতকাল (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় দেওয়া হয়েছে। আর বর্তমানের সাইটের যে সমস্যা দেখা দিয়েছে এ ব্যাপপাওে আমরা ইতোমধ্যে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। দ্রুত সেটার সমাধান হবে।’
উল্লেখ্য, ১৩ হতে ১৭ নভেম্বর পর্যন্ত চলা এ ভর্তি পরীক্ষার ফলাফল ২৪ নভেম্বর প্রকাশ করার কথা থাকলেও একদিন আগে সে ফলাফল প্রকাশ করা হয়। ##

পছন্দের আরো পোস্ট