ইবি শিক্ষক সমিতির আলোচনা সভা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি নাসিরাবাদে সংখ্যালঘুদের উপর হামলারও তীব্র নিন্দা জানান। তিনি বলেন, দল-মত-ধর্ম নির্বিশেষে কোন মানুষের উপর নির্যাতন সমর্থনযোগ্য নয়। ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার সঙ্কল্প ব্যক্ত করে বলেন, এবার কথা কম, কাজ দেখানোর পালা। আমরা ভালো কিছু করতে চাই।
ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস-২০১৬ উপলক্ষ্যে বৃহস্পতিবার অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন-এর সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ আলোচনাসভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বিশ্ববিদ্যলয়কে ‘মা’ হিসাবে অভিহিত করে তার কল্যাণে দল-মত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, আকাশছোঁয়া স্বপ্ন দেখতে চাই না। সামর্থ্যরে সঙ্গে সঙ্গতি রেখে স্বপ্ন দেখতে চাই। ইসলামী বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে যখন এক নম্বরে নিয়ে যেতে পারবো, তখন আমরা আন্তর্জাতিক পর্যায়ের কথা ভাববো। তিনি বলেন রাষ্ট্র আমাদের দায়িত্ব দিয়েছে। সীমিত সাধ্যের মধ্যে সততা ও আন্তরিকতার সাথে কাজ করে যাব। মানুষ হিসেবে ভুল হতেই পারে। সেক্ষেত্রে আপনারা সংশোধন করে দিবেন। ট্রেজারার বলেন, মাননীয় ভাইস চ্যান্সেলর অক্লান্ত পরিশ্রম করছেন। আশা করি, শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারবো এবং ইসলামী বিশ্ববিদ্যালয়কে আমরা দেশের এক নম্বর বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে পারব।
সভাপতির বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন গত ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অভূতপূর্ব অনুষ্ঠান আয়োজনের জন্য ভাইস চ্যান্সেলরসহ বর্তমান প্রশাসনকে ধন্যবাদ জানান। আলোচনাসভায় স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. এম. এয়াকুব আলী। আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য প্রফেসর ড. আবুল বারাকাত মোঃ ফারুক ও প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম নূরী।
আলোচনাসভা পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ । পরে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে অতিথিদের উপহার প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান।##