বশেমুরবিপ্রবিতে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা

অাসন সংখ্যায় দেশের পঞ্চম বৃহত্তম বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি ) ‘হৃদয়ে বাংলাদেশ ও সংবিধান’ শীর্ষক পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আইন বিভাগের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা জজ খন্দকার কামালউজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাজিউর রহমান।

Post MIddle

উল্লেখ্য যে, এই পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা বাংলাদেশ ও সংবিধান বিষয়ে ৩০টি পোস্টার প্রদর্শন করেন। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ পোস্টারগুলো ঘুরে ঘুরে দেখেন এবং সেরা ৩টি পোস্টার নির্বাচিত করেন।

পরে প্রধান অতিথি বশেমুরবিপ্রবি’র শ্রদ্ধেয় উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার যুগ্ম জজ কবিরউদ্দিন প্রামানিক, আইন বিভাগের সভাপতি মানসুরা খানম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক তছলিম আহমেদ প্রমুখ।

পছন্দের আরো পোস্ট