বশেমুরবিপ্রবি ও দিনাজপুর রোভারের সৌজন্য সাক্ষাত
গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) গতকাল (২৪ নভেম্বর ) দিনাজপুর রোভার স্কাউট ও বশেমুরবিপ্রবি রোভার স্কাউটের মধ্যেকার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর রোভারের সদস্যদের সারাদেশ ব্যাপী ভ্রমণের অংশ হিসেবে বশেমুরবিপ্রবিতে উপস্থিত হন দিনাজপুর রোভার স্কাউটের সাবেক জেলা প্রতিনিধি নাসিম তালুকদার। এসময় তিনি সাংবাদিকদের বলেন, শিশু শ্রম হ্রাস ও শিশু অধিকার রক্ষার জন্য তারা দেশের ৬৪ জেলায় সচেতনতা তৈরির উদ্যোগ হিসেবে এই ভ্রমণের যাত্রা শুরু করে।
উপস্থিত রোভারকে ফুল দিয়ে বরণ করেন বশেমুরবিপ্রবির রোভার স্কাউট গ্রুপের সদস্যরা। পরে উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দীনের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন দিনাজপুর রোভারের এই সদস্য। সভায় দুই পক্ষের কার্যক্রমের বিষয়ে ও সারাদেশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয়। বশেমুরবিপ্রবি রোভার কর্মী আভিজিত বিশ্বাস বলেন, এরকম মতবিনিময় সভার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানের পরিধি আরও বেগবান করতে পারি এবং নি:সন্দেহে দেশ ভ্রমণ জ্ঞান বৃদ্ধির অংশীদার। সভায় বশেমুরবিপ্রবি রোভারের মেনটর মো: জুবাইর আল মাহমুদ ও অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৬ সালে গঠিত বশেমুরবিপ্রবি রোভার স্কাউট সদস্যদের এটিই প্রথম মতবিনিময় সভা।