কুষ্টিয়ার মিরপুরে শিক্ষাবৃত্তি দিয়েছে জাগরণী ফাউন্ডেশন
কুষ্টিয়ার মিরপুরে জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।জাগরণী চক্র ফাউন্ডেশনের উপ-সহকারী পরিচালক জবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন। জাগরণী চক্র ফাউন্ডেশনের মিরপুর ইউনিটের ম্যানেজার শাহামত আলী আকাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান।