বেরোবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

BEROBIরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে বৃহস্পতিবার। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জনসংযোগ কর্মকর্তা বলেন, পাঁচদিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া ৬ টি অনুষদের ইউনিট ভিত্তিক পরীক্ষার এ ফলাফল আগামীকাল বৃহস্পতিবার একযোগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Post MIddle

ফলাফল সহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.brur.ac.bd তে পাওয়া যাবে। তবে কাল কখন ফলাফল প্রকাশিত হবে তা নির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি।

উল্লেখ্য যে, এবছর ৬টি অনুষদভুক্ত ২১ টি বিভাগে ১২৩০ টি আসনের বিপরীতে ৬১৫৭৭ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদন করে। ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা গত ১৩ নভেম্বর শুরু হয়ে ১৭ নভেম্বর শেষ হয়।

পছন্দের আরো পোস্ট