বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কুয়েট ভিসির ‘স্পেশাল টক’
ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘স্পেশাল টক’ প্রদান করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। ২২ নভেম্বর মঙ্গলবার ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট স্টাটিজ বিভাগে ‘ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্ড রিসোর্স রিকভারী ইন বাংলাদেশ’ বিষয়ের উপর তিঁনি স্পেশাল টক প্রদান করেন। অনুষ্ঠানে এনভায়রনমেন্টাল স্টাডিস, বায়োটেকনোলজী এবং ইন্টিগ্রেটেড সায়েন্স এন্ড রিসার্স সেন্টারের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন। স্পেশাল টক শেষে শিক্ষা ও গবেষনা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভারতে অবস্থানকালীন সময়ে তিঁনি ২৪-২৬ নভেম্বর পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট” এ অংশগ্রহন করবেন। কনফারেন্সের প্রথম দিন তিঁনি টেকনিক্যাল পেপারের উপর প্লিনারী স্পিচ উপস্থাপন করবেন এবং দ্বিতীয় দিন ‘মিউনিসিপ্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট’ সেশনে চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।#