বশেমুরবিপ্রবি’র ম্যানেজমেন্ট বিভাগ

GOPALGONJঅাসন সংখ্যার দিক দিয়ে দেশের পঞ্চম বৃহত্তম বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সবচেয়ে পুরাতন বিভাগগুলোর মধ্যে একটি এবং বিবিএ অর্থাৎ এফ ইউনিটের সবচেয়ে পুরাতন বিভাগ ম্যানেজমেন্ট, যেটা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই চালু হয়েছে। এই বিভাগে রয়েছেন ঢাবি, রাবি, চবি সহ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে উচ্চতর ডিগ্রি অর্জনকারী যোগ্য, দক্ষ ও মেধাবী শিক্ষকমণ্ডলী।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে প্রতি সেমিস্টারে ১৮ ক্রেডিট করে ৮ সেমিস্টারে মোট ১৪৭ ক্রেডিট পড়ানো হয় (৮ম সেমিস্টার এ ২১ ক্রেডিট)। এর মধ্যে নন-মেজর ৩০ ক্রেডিট এবং মেজর ১১৭ ক্রেডিট।এমবিএতে এখানে Human Resource Management পড়ানো হয় যা বশেমুরবিপ্রবি সহ দেশের মাত্র ৫ টি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়।

এছাড়াও পড়ানো হয়ঃ

Marketing, Accounting, Statistics, Computer Fundamentals, Business Mathematics, Finance, Business Communications, International Business Relationship , Economics, Law, Bank Management, Entrepreneurship Development etc.

এগুলোর সাথে internship facilities, thesis,articles & publication, industrial tour তো আছেই-ই। ইংরেজিতে শিক্ষার্থীদের স্কিল বৃদ্ধি করার জন্য English Language Skills এবং English Language Skills Lab সুবিধা আছে এবং এখানে প্রচুর অ্যাসাইনমেন্ট করার সুযোগ রয়েছে। প্রেজেন্টেশন স্কিল বৃদ্ধি করার জন্য ইন্টার্নাল এসেসমেন্ট হিসেবে আছে কোর্সভিত্তিক প্রেজেন্টেশন তৈরি।

Post MIddle

ডিপার্টমেন্টে রয়েছে প্রায় ৩০টি কম্পিউটার সমৃদ্ধ একটি ল্যাব এবং Wi-Fi কানেকশন যা ডিপার্টমেন্টের সকলের জন্য উন্মুক্ত। এখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম। এখানে year ভিত্তিক প্রতিটি ক্লাসই multimedia season- এর under এ projectorize.

এছাড়া যাদের আর্থিক ভাবে সমস্যা থাকে অর্থাৎ গরিব শিক্ষার্থীদের জন্যে রয়েছে দরিদ্র তহবিল। অন্যদিকে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ শিক্ষার্থীদের ডিবেট করার জন্য রয়েছে ডিবেটিংক্লাব। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা চর্চারক্ষেত্রে প্রতি বছর ইয়ারভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল, ব্যাডমিন্টন সহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয়।

জবের প্রায় প্রতিটি সেক্টরেই রয়েছে ম্যানেজমেন্টের প্রাধান্য। এমন অনেক সেক্টর আছে যেখানে বিবিএ’র অন্যান্য সাবজেক্ট Allow করা হয় না কিন্তু ম্যানেজমেন্ট করা হয়। তাই একজন শিক্ষার্থী নিশ্চিন্তেই বশেমুরবিপ্রবি’র সমৃদ্ধ ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হতে পারে। সম্পূর্ণ সেশনজট বিহীন একটা ডিপার্টমেন্ট অর্থাৎ ১ দিনও সেশনজট বিহীনভাবে এবার ২য় ব্যাচ বের হবে।

সার্বিক দিক বিবেচনায়, নিঃস্বন্দেহেই বশেমুরবিপ্রবি’র ম্যানেজমেন্ট বিভাগ হতে পারে যেকোনো শিক্ষার্থীর জন্যই কাঙ্খিত ও উপযুক্ত গন্তব্য স্থান।

লিখেছেনঃ Ashikur Rahaman Khan Bepu 

পছন্দের আরো পোস্ট