জাবি সংলগ্ন মহাসড়কে সড়ক দূর্ঘটনায় নিহত ১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রান্তিক গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় আরমান হোসেন (৪৮) নামক এক ভ্যানচালক নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন জন। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যায়য়ের প্রান্তিক গেটের সামনের মহাসড়কে এ ঘটনা ঘটে।

Post MIddle

প্রত্যক্ষদর্শী জানান, সাভার থেকে ছেড়ে আসা ধামরায় গামী ডিলিঙ্ক পরিবহন (ঢাকা জ-১৪০১৫২) প্রান্তিক গেটে এসে পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষামান একটি ভ্যানে ধাক্কা দেয় এতে

ভ্যান চালক গুরুতর আহত হয় এবং পাশে থাকা গাড়ির জন্যে অপেক্ষারত জাবিতে ভর্তিচ্ছু দুই শিক্ষার্থীও আহত হয়।

পরে তাদেরকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পাঠানো হয়। এ সময় কর্তব্যরত ডাক্তার বীরেন্দ্র কুমার বিশ্বাস ভ্যানচালককে মৃত্যু বলে ঘোষণা করেন। আর বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেন।

এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, এখন পর্যন্ত আমরা ঘাতক বাসচালককে আটক করতে পারিনি। তবে বাসটি উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে।

পছন্দের আরো পোস্ট