জাবিতে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা শেষ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত ১৯ নভেম্বর এই পরীক্ষা শুরু হয়েছিলো। বুধবার (২৩ নভেম্বর) সমাপনী দিনে কলা ও মানবিকী অনুষদের (‘সি’ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের একাডেমিক ভবনগুলোতে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। এবার ২ হাজার ৩০টি আসনের বিপরীতে ২ লাখ ২০ হাজার ২৯৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার্থী প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে ১০৯জন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তিনদিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হচ্ছে।
ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য www.juniv.edu/admission থেকে জানা যাচ্ছে। ##