খুবিতে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

khulna-university-photoবুধবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে হেকেপের উদ্যোগে দু’দিনব্যাপী ট্রেনিং অন টিচিং এন্ড লার্নিং অব ফ্যাকাল্টি মেম্বর- টু শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিসিপ্লিন প্রধান ও সাব-প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ট্রেজারার খান আতিয়ার রহমান ও বিশেষ অতিথি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

Post MIddle

প্রধান অতিথি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাঁড়াতে হলে প্রয়োজন শিক্ষিত জাতি। বাংলাদেশকে মানব সম্পদে পরিণত করতে চাইলে শিক্ষার বিকল্প নাই। শিক্ষিত জাতি না হলে এ দেশ সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আপনারা যেভাবে নিরলস পরিশ্রম করছেন তাতে খুলনা বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ভবিষৎতে খুলনা বিশ্ববিদ্যালয় একটি কোয়ালিটি বিশ্ববিদ্যালেয় পরিণত হবে যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মডেল হবে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ডেপুটি সাব-প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. খোন্দকার মোয়াজ্জেম হোসেন। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিন থেকে দুইজন করে মোট ৫২জন শিক্ষক অংশ নিচ্ছেন। পরে টেকনিক্যাল সেশনে বায়োটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. খোন্দকার মোয়াজ্জেম হোসেন, প্রফেসর ড. শেখ মোঃ এনায়েতুল বাবর, প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ ও এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান বিভিন্ন বিষয়ের ওপর বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন। এ সময় ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক, কর্মকর্তা উপস্থিত ছিলেন।##

পছন্দের আরো পোস্ট