ড. জগন্নাথ বড়ুয়ার ইউজিসি এওয়ার্ড অর্জন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জগন্নাথ বড়ুয়া ইউজিসি এওয়ার্ড ২০১৫ অর্জন করায় অ্যাকাডেমিক কমিটি আর্টস গ্রুপের পক্ষ থেকে আজ (২২ নভেম্বর, ২০১৬) সকাল ১১ টায় শিক্ষক লাউঞ্জে তাঁকে সংবর্ধিত ও ফুলেল অভিনন্দন জানানো হয়।
তিনি ‘প্রাচীন বাংলার ইতিহাস অন্বেষায় বৌদ্ধ পুরাবৃত্ত’ মৌলিক গবেষণা কর্মের জন্য কলা, মানবিক, আইন ও শিক্ষা বিভাগে শ্রেষ্ঠ প্রবন্ধ ও মেধাবী গবেষক মনোনীত হন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ও ইউজিসি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। তাঁর এ অর্জন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের ও গর্বের।
আজকের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. হাফিজ মোহাম্মদ হাসান বাবু, বিশেষ অতিথি ছিলেন স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের মাননীয় ডিন প্রফেসর ড. আনোয়ার হোসেন, সভাপতিত্ব করেন অ্যাকাডেমিক কমিটি আর্টস গ্রুপের চেয়ারম্যান ড. মো: মনিরুজ্জামান শাহীন।
উল্লেখ্য, গত ২ নভেম্বর ২০১৬ তারিখে ওসমানী স্মৃতি মিলনায়তনে মহামান্য রাষ্ট্রপতি জনাব মো: আবদুল হামিদ তাঁকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং অর্থ সম্মানী প্রদান করেন।