বেরোবিতে শিক্ষিকা লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীর হাতে লাঞ্ছনার শিকার। এটার প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে।’ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষিকা তাসনীম হুমাইদার সঙ্গে অসদাচরণ দায়ে রিসার্স অফিসার রোকনুজ্জামান এর বিচার ও শাস্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান এ কথা বলেন ।

Post MIddle

রোববার (২০ নভেম্বর) সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মিডিয়া চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিভাগটির সহকারী অধ্যাপক ড.মো: নজরুল ইসলাম ,তাবিউর রহমান প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন প্রায় শতাধিক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) মো: শাহীনুর রহমান মুঠোফোনে বলেন,“ আমি ছুটিতে আছি। এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানি না”।
উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর উন নবী মুঠোফোনে জানান,‘এই অভিযোগের ফলে কর্মকর্তাকে এ শিক্ষাবর্ষের পরীক্ষার সকল কার্যক্রম হতে বাইরে রাখা হয়েছে।’

উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের অনার্স ২০১৬-১৭ শিক্ষাবর্ষেরর (১৬ নভেম্বর) ডি ইউনিটের পরীক্ষা চলাকালীন ঐ শিক্ষিকার সাথে এই কর্মকর্তা অসদাচরণ করেন বলে অভিযোগ করেন শিক্ষিকা।

পছন্দের আরো পোস্ট