আইইউবিতে প্রযুক্তি মানবজীবনের অনুষঙ্গ শীর্ষক সেমিনার
ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি, বাংলাদেশ (আইইউবি)-র স্কুল অফ বিজনেসের উদ্যোগে ‘প্রযুক্তি মানবজীবনের অনুষঙ্গ ’ শীর্ষক এক সেমিনার আজ (২১ নভেম্বর ২০১৬)সোমবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান বক্তা ছিলেন মাইক্রোসফট বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির।
উদ্ভাবনী ও অংশগ্রহনমূলক উপস্থাপনার মধ্য দিয়ে তিনি প্রযুক্তির বিবর্তনের উপর গুরুত্ব আরোপ করে সকলকে এর সুবিধা ভোগ করার এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে খাপ খাইয়ে নেয়ার আহবান জানান। সোনিয়া কবির প্রযুক্তির বিভিন্ন দিক ব্যাখ্যা করে কিভাবে তা মানুষের প্রাত্যহিক জীবনে প্রভাব রাখছে এবং প্রযুক্তি যে কেবলই সুশৃঙ্খল মানব-বান্ধব জীবনের অনুষঙ্গ, সে বিষয়টি সকলের সামনে পরিস্কারভাবে তুলে ধরেন।
সেমিনারে আরো বক্তব্য রাখেন আইইউবি-র বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব রাশেদ চৌধুরী ও আইইউবি-র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। সুচনা বক্তব্য প্রদান করেন আইইউবি-র স্কুল অফ বিজনেসের ডিন ড. সারোয়ার উদ্দিন আহমেদ।