হাস্নাহেনার সুবাসে গাড় অন্ধকার রাত্রি চাই

Poly Shahina

হাস্নাহেনার সুবাসে গাড় অন্ধকার রাত্রি চাই


পলি শাহীনা


আমার একটা কুয়াশাচ্ছন্ন ভোর চাই,
শিশিরে পা ভিজিয়ে,
বেলীফুলের গন্ধ মেখে,
চড়ুইপাখির কিচিরমিচির শব্দের
একটা মিষ্টি ভোর চাই।

আমার একটা সূর্যরংগা সোনালী দুপুর চাই,
স্নিগ্ধ স্নান শেষে,
ক্লান্ত ঘুঘুর ডাকে,
তার কোলে চুল শুকানোর ছল করে,
পরম শান্তিতে ঘুমিয়ে যেতে চাই।

আমার একটা শান্ত বিকেল চাই,
মেঘমুক্ত শুভ্রনীল আকাশ,
গৌধুলী বেলায় লুকোচুরি খেলায় ,
পাখীদের দলবেঁধে নীড়ে ফেরার
মিষ্টি দক্ষিণা বাতাসের একটা মায়াবী বিকেল চাই।

আমার একটা বৃষ্টিঝরার নিঝুম রাত্রি চাই,
চাঁদনী রাত নয়,
হাস্নাহেনার সুবাসে গাড় অন্ধকার রাত্রি চাই।
শুধু তুমি আর আমি,
মুখোমুখি হাতটি ধরে,
চোখে চোখ রেখে,
বসে থাকতে চাই।

যান্ত্রিক সভ্যতার যত ক্লান্তি আর বিষণ্ণতা ছাড়িয়ে,
ইচ্ছে করে যাই হারিয়ে,
হাতের ভেতর প্রিয় হাতটি রেখে,
বুকের মাঝে মুখ লুকিয়ে,
পৃথিবীর সব সীমাবদ্ধতা ছাপিয়ে,
আনন্দের অচিনপুরের কোন ঠিকানায়।

 

পলি শাহীনা।নিউইয়র্ক,যুক্তরাস্ট্র প্রবাসী বিশিষ্ট লেখিকা ও ব্যবসায়ী

পছন্দের আরো পোস্ট