ইবতেদায়ী শিক্ষক ঐক্য পরিষদের সমাবেশ
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ , উপবৃত্তি ও শিশুদের বিস্কুট প্রদান নিশ্চিতকরন সহ বিভিন্ন দাবিতে শনিবার বিকেলে বাংলাদেশ ইবতেদায়ী মাদ্রাসা ঐক্য পরিষদ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মোরেলগঞ্জ রওশন আরা মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইবতেদায়ী মাদ্রাসা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মো. ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুবকর মোহাম্মদ আবদুল্লাহ, মোরেলগঞ্জ লতিফিয়া ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. রুহুল আমিন খান। উপজেলা জমিয়াতুল মোর্দারেসিন সভাপতি মাওলানা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন এইচ ভি এস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসার ইবি প্রধান ও বাংলাদেশ ইবতেদায়ী মাদ্রাসা ঐক্য পরিষদ উপজেলা শাখার সম্পাদক মাওলানা আব্দুল হালিম।
বাংলাদেশ ইবতেদায়ী মাদ্রাসা ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মো. গোলাম রাব্বুল, সদস্য মো. শরিফুল ইসলাম, এনায়েতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুস ছালাম, মাওলানা মো. গিয়াস উদ্দিন, মাওলানা সালেহ আহমেদ গাজী, মাওলানা ওমর ফারুক, মাওলানা আবু মুসা প্রমুখ। সভায় বক্তরা স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা দাবি পূরনের লক্ষ্যে ২৮ নভেম্বরের ঢাকার সমাবেশে অংশগ্রহন ও সফল করার আহবান জানান। ##