বিভিন্ন ক্লাব নিয়ে ইউল্যাবের বর্ণাঢ্য আয়োজন
ইউল্যাব কো-কারিকুলার অফিস গত (১৭ নভেম্বর, ২০১৬) মোহাম্মদপুরে অবস্থিত ইউল্যাব স্থায়ী ক্যাম্পাসে আয়োজন করে সকল ক্লাব সদস্যদের জন্য ” Camp Outing With All The Club Members ” নামক সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি । কর্মসূচির মধ্যে থাকে গেমস, ট্রেজার হান্ট, ফুড টেস্ট, ম্যাডনেস ইন ৬০ সেকেন্ডস, মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজনটির তত্ত্বাবধানে ছিলেন, ইউল্যাব কো-কারিকুলারের পরিচালক এবং বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. পিঙ্কি শাহ, ইউল্যাব বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক মৈনাক কানুনগো, সহযোগী অধ্যাপক লিলি পিং।
সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এইচ এম জহিরুল হক, ট্রেজারার ও ইউল্যাব বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার আখতার আহমেদ প্রমুখ।