ছাত্রীকে যৌন হয়রানি। কালো কাপড়ে মানব বন্ধন
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণ সুতালড়ি এইচএমজেকেএম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে রোববার দুপুরে মুখে কালো কাপড় বেঁধে মানব বন্ধন করছে শিক্ষার্থীরা। সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক শুকুর মোল্লা কর্তৃক জেএসসি এক পরীক্ষার্থীনিসহ বিভিন্ন ছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদে ও বিচারের দাবিতে বিদ্যালয় চত্বরে মানব বন্ধন করে। এসময় ছাত্র-ছাত্রীরা যৌন হয়রানিকারী শিক্ষকের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্য বিক্ষোভ মিছিল প্রদর্শণ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ কুমার হালদার জানান, তিনি ঐ মেয়ের পক্ষ থেকে কোন অভিযোগ না পেলেও স্থানীয় এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর প্রেক্ষিতে তিনি স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তবে তিনি উক্ত শিক্ষককের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে মানব বন্ধনকারী শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।