জাতীয় বিশ্ববিদ্যালয় এলএলবি ১ম পর্বের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে এলএলবি ১ম পর্ব ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনের মাধ্যমে গত ১৬ নভেম্বর থেকে দেয়া শুরু হয়েছে। রোবরার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ প্রক্রিয়া আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions/regicard থেকে লিঙ্কে প্রবেশ করে College login এ Click করতে হবে College Profile যাবে এর Notification link হতে প্রাপ্ত User Name ও Password ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড download করে সংগ্রহ করা যাবে।