আইইউবির শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি প্রদান

press-picপ্রকৌশল বিজ্ঞান বিষয়ে গবেষণা এবং বিভিন্ন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতি হিসেবে ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি, বাংলাদেশ (আইইউবি) র স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এ্যান্ড কম্পিউটার সায়েন্স অনুষদের ৪০ জন ছাত্র-ছাত্রীকে বুধবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, বসুন্ধরা, ঢাকায় সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান এবং স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এ্যান্ড কম্পিউটার সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক শাহরিয়ার খান ও অনুষদের বিভিন্ন বিভাগের প্রধানগণ।

Post MIddle

উল্লেখ্য যে, সম্মাননা প্রাপ্ত এসব শিক্ষার্থীরা নাসা স্পেস এ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ২০১৫ সালে চ্যাম্পিয়ন এবং ২০১৬ সালে রানার্স-আপ, ভারতে অনুষ্ঠিত আর সি এয়ারক্রাফট প্রতিযোগিতায় বেস্ট ফ্লাইট এ্যাওয়ার্ড, গ্রীণ এ্যানার্জী এ্যান্ড টেকনোলজী বিষয়ক জাতীয় প্রজেক্ট প্রতিযোগিতা ২০১৬-তে প্রথম পুরস্কার লাভ সহ প্রকৌশল বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে। এছাড়াও শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র তৈরীর স্বীকৃতিস্বরুপ পুরস্কৃত হন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আইইউবি-র ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন, বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং অতিথিবৃন্দ।

unnamed

পছন্দের আরো পোস্ট