
মাভাবিপ্রবি ক্রিমিনোলজি বিভাগে র্যাগ ডের আয়োজন

২০ নভেম্বর সাংকৃতিক অনুষ্ঠানে বিভাগীয় ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে থাকছে নাচ গান ও কবিতা . থাকছে ৯ম ব্যাচের শিক্ষাথী রাকিব হোসাইনের ডিজাইন করা বিশেষ পরিচয় পর্ব ।ভারতীয় কমেডি শো মিরাকেলের পারফর্মার আরমানএর বিশেষ অনুষ্ঠান। উপস্থাপনায় থাকবে বাংলাদেশের কমেডি শো হা–শো এর পারফর্মার ৯ম ব্যাচের শিক্ষাথী মোহাইমিনুল ইসলাম হিমু।
সুদীর্ঘ বিশ্ববিদ্যালয়ের জীবনে পথ চলায় ৯ম ব্যাচের ছাত্রদের বন্ধুত্ব ছিল বিশ্ববিদ্যালয়ের অনন্য উদাহরণ ।শিক্ষা জীবনে ৯ম ব্যাচের avatar খেলার টিম ছিল অন্তঃবিভাগ ফুটবল ও ক্রিকেট চ্যাম্পিয়ন । রঙ্গিন ৯ম ব্যাচ অপেক্ষা করছে বর্ণিল এক আয়োজনের ।