বেফাক মহাসচিবের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাসচিব মাওলানা আবদুল জাব্বার জাহানাবাদীর মৃত্যুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষার ক্ষেত্রে মাওলানা জাহানাবাদী একজন অগ্রপথিক ছিলেন। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি মরহুমের সহকর্মীদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন।
মাওলানা জাহানাবাদী আজ সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।#